ঢাকা মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২


নীলফামারীর জলঢাকা শৌলমারীতে চলছে বুড়ি-তিস্তার নদীতে বাঁধ কেটে বালু বিক্রির মহোৎসব


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৫ ২২:৫১

নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারীতে চলছে বুড়ি তিস্তা নদীর থেকে বাধ বালু বিক্রির মহোৎসব। প্রশাসনের নাকের ডগায় এসব কর্মকাণ্ড হলেও দেখার যেন কেউ নেই।

জলঢাকা উপজেলার শৌলমারী বিএসসি পাড়া আলম ব্রাদার্স ব্লক সাইটে বুড়ি তিস্তা নদী থেকে বাঁধ কেটে বালু বিক্রি করছে ভূমিধস্যুরা। নানা অজুহাতে টলি দিয়ে বালু তুলে, বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এদিকে বাধ থেকে বালু তোলার ফলে পরিবেশ হুমকির মুখে।

স্থানীয় প্রশাসনের তোয়াক্কাই করছে না এই ভূমিধস্যুরা। সাধারণ মানুষ কিছু বললে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি-ধমকিও দিচ্ছে প্রকাশ্যেই। এদিকে বালুভর্তি ট্রলি চলাচলের কারণে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্প্রতি স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে বালি উত্তোলনের প্রতিকারের ব্যাপারে বললেও নেওয়া হয়নি কোন পদক্ষেপ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, আমরা অনতিবিলম্বে এই বালু লুটপাটের প্রতিকার চাই। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশু পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি।