ঢাকা শনিবার, ১লা নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক ১৪৩২


নকলায় স্ববল প্রজেক্টের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৫ ১৮:৫১

শেরপুরের নকলায় স্ববল প্রজেক্টের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষিপণ্য উৎপাদক সমিতি লিমিটেডের সভাপতি দুলাল হোসেন-এ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

স্ববল প্রজেক্টের উপজেলা সমন্বয়ক স্বপন স্কু-এর সঞ্চালনায় ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, স্ববল প্রজেক্টের সহ-বাস্তবায়নকারী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)-এর চেয়ারম্যান ও উপজেলা কৃষিপণ্য উৎপাদক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সেলিম, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান প্রমুখ।

বক্তারা জানান, কৃষক নেতৃত্বাধীন সিএসও শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা উন্নত করার মাধ্যমে তৃণমূল সম্প্রদায়ের কাছে ক্ষমতা স্থানান্তরিত করা স্ববল প্রজেক্টের অন্যতম লক্ষ্য ও উদ্দ্যেশ্য। দেশ ও জতির উন্নয়নে স্ববল প্রজেক্টের লক্ষ্য-উদ্দেশ্য সমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন প্রজেক্ট সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

এসময় উপজেলা কৃষিপণ্য উৎপাদক সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ হাসনা হেনা, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম, জোবেদা খাতুন, ফিরোজ মিয়া ও মতিউর রহমানসহ অন্যান্য সদস্যগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, স্ববল প্রজেক্টের উপজেলা স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।