ঢাকা মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৫ই অগ্রহায়ণ ১৪৩২


চকরিয়ায় ৯ মাস–১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫ ১২:৩৭

চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত “৯ মাস–১৫ বছর” বয়সী শিশুদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ সফলভাবে সম্পন্ন করেছে। উপজেলায় মোট লক্ষ্য ছিল ১,৮৭,৯৪৯ শিশু, যার মধ্যে ৯৯.৯৫% শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন জানান, টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের সম্মানিত ইউএনও, শিক্ষা বিভাগ (প্রাথমিক ও মাধ্যমিক), মাদ্রাসা–বিদ্যালয়ের শিক্ষক টিম, পরিবার পরিকল্পনা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, সাংবাদিকবৃন্দ, স্কাউট, রেড ক্রিসেন্ট, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছিল অনন্য।

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ভ্যাকসিনেটর, সিএইসসিপি, স্বাস্থ্যকর্মী, সুপারভাইজার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারী, স্বেচ্ছাসেবক এবং মেডিকেল অফিসার ও কনসালটেন্টদের নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসনীয়।

বিশেষ ধন্যবাদ প্রদান করা হয় ডা. সৈয়দ ইফতেখারুল ইসলাম মিশুক, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), ডা. মোস্তাফা কামাল, আবাসিক মেডিকেল অফিসার, পলাশ সুশীল, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), আমির হামজা, স্ট্যাটিস্টিশিয়ান, মোহাম্মদ সাইফুল আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ (বর্তমান), মোহাম্মদ মহিউদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ (সাবেক), আরিফুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর, মর্জিনা আকতার, নার্সিং ইনচার্জ,আবদুল আজিজ, ওটি সহকারী, ক্যাম্পেইনের সার্বিক দিকনির্দেশনা ও সহায়তার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ইপিআই, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম ডা. এস. কে. ফজলে রাব্বী, সিভিল সার্জন কক্সবাজার ডা. মোহাম্মদুল হক, এবং WHO ও UNICEF–এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শেষে ডা. জায়নুল আবেদীন জানান, “চকরিয়া উপজেলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সফল ক্যাম্পেইন অব্যাহত থাকবে।”