ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো হেমন্তের কবিতা উৎসব-২০২৫।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত“বাংলা কবিতায় হেমন্ত” শীর্ষক এই আয়োজন ছিলো কবি, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের এক উৎসব মূখর মিলনমেলা।
ভালুকা সাহিত্য সংসদ এর সভাপতি কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট কবি লায়ন এম. এ রশিদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক জসিম উদ্দিন মুহাম্মদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি- ছড়াকার তাছাদ্দুক হোসেন ও কবি কাজী আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এড. একেএম আমানউল্লাহ বাদল ও শিক্ষক-সমাজকর্মী এস এম কাজল রানা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন।
কবি- সাংবাদিক আবুল বাশার শেখ ও আবৃত্তি শিল্পী আশয়ারী বিনতে আশরাফ এর উপস্থাপনায় কবিতা পাঠ, আলোচনাসভা ও আবৃত্তিতে আমন্ত্রিত অতিথি কবি হিসেবে অংশ নেন, কবি সফিউল্লাহ লিটন, কবি ও প্রবন্ধকার কাঙাল শাহীন, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুত, কবি-সাংবাদিক মোখলেছুর রহমান মনির, কবি-ছড়াকার মোহাম্মদ জালাল উদ্দীন, সাংবাদিক- কবি কামরুল এহসান চন্দন, সাংবাদিক- কবি আতাউর রহমান তরফদার,কবি- গীতিকার চাষা জহির, কবি মো: শহিদুল্লাহ মিয়া, নজরুল ইসলাম প্রধান, রাজিবুল হাসান রাজ, মাসুদ রানা,কাজী রাসেল, কবি মমিন মিয়া, শিশু শিল্পী সাবিহা ইসলাম ইকরা প্রমূখ। আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক কর্মীগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "হেমন্ত আমাদের মাটির গভীর গন্ধ, শ্রমজীবী মানুষের ঘাম, আর আলোর শস্য-আনন্দকে কবিতায় নতুনভাবে দেখার সুযোগ দেয়।"
এসময় আরও উপস্থিত ছিলেন, মাদরাসা সুপার মো: মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাংবাদিক আলমগীর হোসেন (এনটিভি, আমারদেশ), সাংবাদিক আসাদুজ্জামান ফজলু(নয়াদিগন্ত), সাংবাদিক - শিক্ষক ও কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম রফিক (আনন্দটিভি,দিনকাল), সাংবাদিক জোনায়েদ শাহরিয়ার, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ(মানবকন্ঠ), সাংবাদিক আনোয়ার হোসেন(এটিএন বাংলা), সাংবাদিক কামরুল হাসান, এপেক্সিয়ান মোকসেদুর রহমান মামুন, শিক্ষক মুফতি হাবিব জীহাদী, সাংবাদিক সাখাওয়াত হোসেন সুমন(কালবেলা), মমিনুল ইসলাম মোল্লা( ময়মনসিংহ প্রতিদিন), সাংবাদিক হাবিবুর রহমান শান্ত(দৈনিক বাংলা), সাংবাদিক রোমান আহমেদ নাকীব, স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ আনছারী আকরাম, শিক্ষার্থী নজরুল ইসলাম নাবিল, দিদারুল ইসলাম হৃদয়, যায়হাদ আরাযান, নুরুজ্জামান, সাইফুল ইসলাম প্রমূখ।
আয়োজকদের মতে, হেমন্তের ফসল, মাঠ, শ্রম আর উৎসবমুখর গ্রামীণ জীবনকে কেন্দ্র করে এমন কবিতা উৎসব ভালুকার সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে। প্রতি বছর এ আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনাও ব্যক্ত করেন তারা।
উৎসবটি আয়োজন করে ভালুকা সাহিত্য সংসদ ও ভালুকা প্রেসক্লাব। সহযোগিতায় ছিলো ভালুকা ছড়া সংসদ।
কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত ও মননশীল আলোচনা এবং হেমন্তের পিঠা উৎসবের মাধ্যমে শেষ হয় হেমন্তের এই প্রাণবন্ত সাহিত্য-উৎসব।
