ঢাকা মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৫ই অগ্রহায়ণ ১৪৩২


বদরখালী ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫ ১৩:৩৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও চকরিয়ার কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার আলম। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সময়োপযোগী পাঠদান, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি কলেজের সার্বিক অগ্রগতি, পাঠদানের পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নবনির্বাচিত সভাপতি সরওয়ার আলম সিকদার এবং সমিতির সম্পাদক মো. মঈন উদ্দিন। এছাড়াও সমিতির পরিচালকসহ স্থানীয় গুণীজন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বদরখালী ডিগ্রি কলেজকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।