উখিয়ায় র্যাবের অভিযানে ৮৯ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ৮৯ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) দুপুরে জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে র্যাব।
গ্রেপ্তাররা হলেন— সামছুল আলম (৩০) এবং আব্দুল শুক্কুর (২৪)। তারা দু’জনই উত্তর সোনারপাড়া এলাকার বাসিন্দা। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকসহ তাদের হাতেনাতে ধরা হয়।
উদ্ধার করা ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
