রামুতে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌসদস্য আটক
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে একটি সন্দেহজনক বাস থামানো হলে যাত্রী মো. সাফায়েত উল্লাহ (২৭) নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দেন। তবে তল্লাশিতে তার ব্যাগ থেকে নৌবাহিনীর লোগোযুক্ত কিছু পোশাক–সরঞ্জাম এবং বিশেষভাবে লুকানো অবস্থায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি নৌবাহিনীর সদস্য হওয়ার কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি।
বিজিবি জানায়, আটক ব্যক্তি ভূয়া নৌসদস্য পরিচয় ব্যবহার করে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেছিলেন। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
