পিরোজপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী নেছারাবাদ (স্বরূপকাঠি) থেকে চাই - শ্লোগানে বিক্ষোভ মিছিল
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নেছারাবাদের মিয়ারহাট বন্দর এলাকায় নেছারাবাদ (স্বরূপকাঠি) থেকে যে কোনো একজন তৃনমুলের জনপ্রিয় নেতাকে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে এলাকার সাধারণ জনগন ও নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। এসময় নেছারাবাদ উপজেলার সর্বস্তরের বিএনপি সমর্থিত নেতাকর্মী ও সুশীল ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতা বা সাধারণ জনগনের দাবি, কেন্দ্র ঘোষিত মনোনয়ন প্রাপ্ত আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের মনোনয়ন বাতিল করে নেছারাবাদের যে কোনো একজন জনপ্রিয় ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়া হোক। কারন পিরোজপুর ২ আসনে আমাদের নেছারাবাদে (স্বরূপকাঠি) ভোটার সংখ্যা অনেক বেশি। কাউখালি ও ভান্ডারিয়া দুই উপজেলা মিলিয়ে যতো ভোট তার চেয়েও অনেক বেশি ভোট আমাদের এই নেছারাবাদে (স্বরূপকাঠি), এবং এখানে বিএনপির যোগ্য ত্যাগী নেতারও অভাব নেই অথচ সব সময় আমাদের এই এলাকা অবহেলিত থাকে এবং দল থেকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও কোন না কোন দুরভিসন্ধি বা স্বজনপ্রিতি লক্ষ্য করা যায়। যেটা মোটেও কাম্য নয় এবং এতে দলেরই ক্ষতি ও নির্বাচনে ধানের শীষকে বিজয়ের পথে এক বড় প্রতিবন্ধকতা।
তারা আরো দাবি করেন, স্বরুপকাঠী থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে কাউকে চুড়ান্ত মনোনয়ন দিতে হবে এবং এই এলাকার সকল জনগন দল মত নির্বিশেষে পিরোজপুর ২ আসনে ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতে উপহার দিবো ইনশাআল্লাহ। তাই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর দেশনায়ক তারেক রহমানের সুদৃষ্টি ও জনমতের মূল্যায়ন কামনায় আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ও সুশৃঙ্খল দাবি আদায়ের আন্দোলন।
