ঢাকা মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১১ই অগ্রহায়ণ ১৪৩২


নেছারাবাদে ছারছিনা দরবার শরীফে সোহেল মঞ্জুরের সৌজন্য সফর


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫ ২৩:৫১

নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছিনা দরবার শরীফে সৌজন্য সফর করেছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও দলের মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। সফরকালে তিনি ছারছিনা দরবার শরীফের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং দরবারের পীর সাহেব হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রথমেই প্রয়াত পীর সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। এ সময় তিনি দেশ, জাতি ও এলাকার কল্যাণে বিশেষ দোয়া প্রার্থনা করেন। পরে দরবার কর্তৃপক্ষের আমন্ত্রণে বর্তমান পীর সাহেব হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

সৌজন্য সাক্ষাতে এলাকাবাসীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। আহম্মদ সোহেল মঞ্জুর সুমন দরবার শরীফের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ছারছিনা দরবার শরীফ এ অঞ্চলের মানুষের আধ্যাত্মিক পথপ্রদর্শক। এখানে আসলে হৃদয়ে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়। আমি দরবার শরীফের উন্নতি ও মর্যাদা অক্ষুণ্ণ থাকার জন্য দোয়া করি।

সফর শেষে তিনি দরবার শরীফের মুরিদ ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন - পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক, অধ্যক্ষ আলমগীর হোসেন, স্বরুপকাঠী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী কামাল হোসেন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।