ঢাকা বুধবার, ২৬শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২


রামুতে মরহুম কাজী পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫ ২৩:০৪

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মরহুম নিকাহ রেজিষ্ট্রার মাওলানা মুফতি আবুবক্কর ছিদ্দিকীর পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কল্যান সমিতি কক্সবাজার জেলার উদ্যেগে আর্থিক এ অনুদান দেয়া হয়।

২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে মরহমের বাড়ীতে এতিম সন্তানদের হাতে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কল্যান সমিতির সভাপতি কাজী শাহাদাতুল ইসলাম, এসময় উপস্হিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক কাজী সালাহউদ্দীন মোহাম্মদ তারেক।
সহ সভাপতি কাজী এরশাদুল্লাহ, কাজী ফরিদ উদ্দীন, কাজী বেলাল উদ্দীন,কাজী এম আবদুল্লাহ আল মামুন, কাজী ছৈয়দুল হক,কাজী সাইফুল্লাহ,কাজী শফিউল আলম,কাজী গিয়াস উদ্দীন প্রমুখ।

জেলা সভাপতি কাজী শাহাদাতুল ইসলাম বলেন একজন নিকাহ রেজিষ্ট্রারের মৃত্যেু সরকারের পক্ষ থেকে তার পরিবারের জন্য কোন সহায়তা করা হয়না। তাই কক্সবাজার জেলা নিকাহ রেজিষ্ট্রার কল্যান সমিতি এই উদ্যেগ গ্রহন করা হয়েছে। মরহুম কাজী আবু বক্কর ছিদ্দিকীর পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সমিতির পক্ষ থেকে মাসিক একটি অনুদানের উদ্যেগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।

গত ৬ অক্টোবর ভোরে হ্রদ রোগে আক্রান্ত হয়ে রাজার কুল ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার আবুবক্কর ছিদ্দিকী ইন্তেকাল করেন।