স্বরুপকাঠী পৌরসভার স্টাফদের দুই দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্বরুপকাঠী পৌরসভার উদ্যোগে জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা (পিএটিপি)- ২০২৩ অনুযায়ী স্বরুপকাঠী পৌরসভায় কর্মরত বিভাগ ও শাখা প্রধানসহ কর্মকর্তা কর্মচারীগনের দুই দিনব্যাপী অভ্যন্তরীন প্রশিক্ষণ কোর্স ২০২৫-২৬ (১ম পর্যায়) স্বরুপকাঠী পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন, খোন্দকার আনোয়ার হোসেন, পরিচালক (যুগ্ম সচিব) স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনার কার্যালয়, বরিশাল বিভাগ। কোর্স পরিচালকের দ্বায়িত্বে ছিলেন- মোঃ জাহিদুল ইসলাম, প্রশাসক, স্বরুপকাঠী পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার, নেছারাবাদ, পিরোজপুর।
এছাড়াও প্রশিক্ষক হিসাবে উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর, সহকারী কমিশনার (ভূমি) নেছারাবাদ, উপজেলা প্রকৌশলী নেছারাবাদ, উপস্থিত থেকে প্রয়োজনীয় সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
পৌরসভার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ প্রশিক্ষণে পৌর প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রক্রিয়া, দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ, তথ্য ও প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে পৌরসভার সকল বিভাগ—প্রশাসন, হিসাব, প্রকৌশল, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য শাখার স্টাফরা অংশগ্রহণ করেন।
তারা বলেন, নাগরিক সেবার মান বৃদ্ধিতে দক্ষ জনবল তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণই কর্মীদের কর্মদক্ষতা বাড়াতে ও সেবাদানে পেশাদারিত্ব নিশ্চিত করতে সহায়তা করে।
সোম ও মঙ্গলবার (২৪-২৫ নভেম্বর) দুই দিনব্যাপী এ কর্মশালায় অভ্যন্তরীণ ট্রেনার ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা সেশন পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে পৌর নাগরিক সেবা দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পৌরসভা কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের কথা জানান।
এ বিষয়ে সকল স্টাফদের অভিমত, এই প্রশিক্ষণ জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে। নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
