বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার লোহাগাড়া লোহার দিঘিরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন লোহাগাড়া-সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাক আহমদের কনিষ্ঠ পুত্র ও যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব শাহাদাত চৌধুরী রিংকু।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘ জীবন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোহার দিঘিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এনামুল হক আনসারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
আমির হোসেন হুজুর, গফুর হুজুর, তাজুল, কাশেম, মামুনুর রশিদ, মাহমুদুর রহমান, মিনাজ রহমান, ইসাক, আব্দুল মালেক, সৈয়দ, কাশেমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা–কর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে অবদানের কথা স্মরণ করেন এবং তার দ্রুত সুস্থতা প্রত্যাশা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান।
