ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৭শে অগ্রহায়ণ ১৪৩২


নকলায় শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫ ২৩:১৯

শেরপুরের নকলায় পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে তাদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলর একমাত্র অষ্টম শ্রেণীতে উন্নতিকরণ বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর-এর সভাপতিত্বে ও আজিজুন নাহার লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খন্দকার শামসুল আরেফিন শামীম, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুন নাহার, মেহের নিগার ও হাফিজুল হাছান খান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাদিয়া আক্তার ও মো. জিহাদ প্রমুখ।

আলোচনা সভার পরে বিদায়ী শিক্ষার্থীদের কাঙ্খিত সাফল্য ও উজ্জল ভবিষ্যৎ কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম।

এসময় বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খন্দকার সালেহীন রাসেল, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইনসহ প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, পঞ্চম ও অষ্টম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।