ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৭শে অগ্রহায়ণ ১৪৩২


সিরাজগঞ্জ জেলায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫ ২৩:২৮

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় এনায়েতপুর থানা এরিয়া বেতিল বটতলা অফিসের সামনে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, বেলকুচি ও চৌহালী উপজেলা মডেল কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১০ ডিসেম্বর বুধবার সকালে ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ ও সাধারণ নাগরিকরা এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশ গ্রহণ করেন ।

বিশ্ব মানবাধিকার দিবসের র‍্যালিটি বেতিল বটতলা সংগঠনের নিজস্ব অফিস এলাকা থেকে শুরু করে, কেজির মোড় , বেতিল বাজার প্রদক্ষিণ করে, পুনরায় বটতলা অফিস চত্বরে শেষ হয়। অনুষ্ঠানে এনায়েতপুর থানা প্রশাসন টহল টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন । পরবর্তী সময়ে মানবাধিকার বিষয়ক এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন -সাংবাদিক আলহাজ্ব সার্জেন্ট মোঃ আইয়ুব আলী শেখ বীর (অবঃ) সভাপতি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটি এবং আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি । সার্জেন্ট মোঃ আক্তার হোসেন (অবঃ) সিনিঃ সহ-সভাপতি । আলহাজ্ব মোঃ বাহাদুর আলী সরকার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি। সাংবাদিক লাঞ্চ কর্পোঃ্মোঃ শহিদুল ইসলাম খান,(অবঃ) সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি । সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম মানবাধিকার বিষয় সম্পাদক।
সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম (আয়ান) প্রচার সম্পাদক এছাড়াও সিরাজগঞ্জ জেলা কমিটির আরও অনেক সদস্য এসময় উপস্থিত ছিলেন ।

বেলকুচি চৌহালী উপজেলা মডেল কমিটির পক্ষে উপস্থিত ছিলেন- মোঃ শহিদুল ইসলাম (সাহেল) সভাপতি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ বেলকুচি চৌহালী উপজেলা মডেল কমিটি আজীবন সদস্য ও উপপরিচালক কেন্দ্রীয় কমিটি । মোঃ মাসুদ রানা সাধারণ সম্পাদক এবং আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি। মোঃ মুসা শিকদার সহ-সভাপতি, মোহাম্মদ আলী তদন্ত বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল রানা প্রচার সম্পাদক, মোঃ মুনজিল সংস্কৃতি বিষয় সম্পাদক , মোঃ নাজমুল হাসান সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রী বাদল মোদক কোষাধাক্ষ এছাড়াও এ সময়ে উক্ত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, “মানবাধিকার শুধু আইনি বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচারের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই মানবাধিকার প্রতিষ্ঠার মূলনীতি।”

এ সময় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।