ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৭শে অগ্রহায়ণ ১৪৩২


কক্সবাজারে দুইজনকে গুলিতে আহত করার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫ ২৩:৩২

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তরণ হাউজিং সোসাইটির সামনে পাকা সড়কে গুলিবিদ্ধ হয়ে দুইজন আহত হওয়ার পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমান।

গত ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী অতর্কিতভাবে গুলি চালিয়ে ফারুক (৩৫) ও সাইফুল ইসলাম (৩২) নামের দুই ব্যক্তিকে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরদিন, ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে পুরো পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে।

পুলিশ সুপার জানান, “এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে তদন্ত জোরদার করেছে।