"সীমান্ত নিরাপত্তায় বিজিবি সবসময় জিরো টলারেন্সে”—১১ বিজিবি অধিনায়ক
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ৯ হাজার ৮৫০ পিস বার্মিজ ইয়াবা আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। আটককৃত ইয়াবার সিজার মূল্য ২৯ লাখ ৫৫ হাজার টাকা।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ব্যাটালিয়নের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় জামছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে টহলদল। অভিযানে পাহাড়ি পথ দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ইয়াবাগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযান শেষে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,
“সীমান্ত নিরাপত্তায় বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। চোরাচালান, মাদকদ্রব্য ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের দুর্গম সীমান্ত অঞ্চলে ১১ বিজিবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি বেসামরিক জনসাধারণের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছে।
