ঢাকা বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


ওয়ারীর নতুন ডিসি জিয়াউল হাসান


১১ আগস্ট ২০২২ ২০:০৩

আপডেট:
১১ আগস্ট ২০২২ ২০:০৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউল হাসান তালুকদার। বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে জিয়াউল হাসান তালুকদার ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) বিভাগে দায়িত্বে ছিলেনে।

ওয়ারী ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ও গুলশান বিভাগের উপ-কমিশনারদের (ডিসি) বদলি করে নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন— মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদকে গুলশানে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) হায়াতুল ইসলাম খানকে মতিঝিল বিভাগে বিভাগে বদলি করা হয়েছে।