ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


হাজী কাচ্চি ডাইনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় নিন্দা ও প্রতিবাদ


২৯ জুন ২০২৪ ১১:১৬

আপডেট:
৪ মে ২০২৫ ১৩:১৫

ময়মনসিংহের ভালুকা উপজেলার মাষ্টারবাড়ী বাজারে হাজী কাচ্চি ডাইনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক মো. শিপন হাওলাদার।

২৭ জুন, বৃহস্পতিবার বিকালে ওই প্রতিষ্ঠানের মালিক শিপন গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে ক্ষোভপ্রকাশ করে বলেন, আমার দীর্ঘদিনের স্বনামধন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কয়েকটি উশৃংখল বহিরাগত ছেলে অপপ্রচার চালাচ্ছে, এহেন কর্মকান্ড যারা করেছে তাদের এই অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সবসময়ই ভোক্তাদের রুচিসম্মত সততার সাথে সর্বোচ্চ মানের খাবার পরিবেশন করে থাকি।

এ সময় মার্কেট মালিক রহমত আলী বলেন, হাজী কাচ্চি ডাইন আমার মার্কেটে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছে। তাদের খাবারের মান সর্বোচ্চ ভাল। তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন প্রকার অভিযোগ পাইনি, যারা অপপ্রচার চালাচ্ছে এরা সবাই বহিরাগত এদেরকে আইনের আওতায় আনা উচিত বলে মনে করি।