ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


দেবহাটায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপন


১ আগস্ট ২০২৪ ১৪:৫০

আপডেট:
৪ মে ২০২৫ ১৫:১০

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেবহাটায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) দেশব্যাপী বৃক্ষরোপনন অভিযানের অংশ হিসাবে আনসার ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা প্রদান করা হয়। একই সাথে উপজেলা পরিষদ চত্বরে বনজ, ফজল ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভিডিপি কমকর্তা আশালতা খাতুন, উপজেলা প্রশিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা বৈশাখী মন্ডল, উপজেলা কোম্পানি কমান্ডার গোলাম হোসেন, উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার নুর হোসেন, পিসি আব্দুল হান্নান সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের লীডার ও সদস্যারা।