ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন


১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৯

আপডেট:
৪ মে ২০২৫ ২৩:৫৪

ছামিউল আলম সোহান

২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে ড্রিমস সার্ভিস লিমিটেড এর আউটসোর্সিং প্রক্রিয়া চাকুরী পূর্ণবহাল ও বেতন আদায়ের লক্ষ্যে শেরপুর সদর হাসপাতালে আউটসোর্সিংয়ে চাকরীরত কর্মচারীগণ সদর হাসপাতাল প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালন করে এতে তারা বলেন ড্রিমস সার্ভিস লিমিটেড এর মাধ্যমে তারা নিয়োগ প্রাপ্ত হয় এবং সোনালী ব্যাংক এ একাউন্ট এর মাধ্যমে তারা বেতন পেত। বর্তমানে তারা এক বছর যাবৎ কোন বেতন পায়না। ইতিমধ্যে ড্রিম সার্ভিস লি: এর মালিক আক্তারুজ্জামান জামিল বলেন তোমরা কাজ চালিয়ে যাও তোমাদের ন্যায্য বেতন পেয়ে যাবে এ বলে আশ্বাস দিয়ে ২৩/ ৬/২০২৪ এ পুরাতন কর্মীদের বাদ দিয়ে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৭ জনের একটি নিয়োগ দেয় ড্রিম সার্ভিস লি:। এই নিয়োগটি ভূয়া বলে দাবি করে বর্তমান আউটসোর্সিং কর্মচারীরা।তাদের ন্যায্য দাবি হচ্ছে তাদের বকেয়া বেতন আদায় ও চাকরিতে পূর্ন বহাল থাকা।