ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


শেরপুর ডিসির সাথে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৫

 

শেরপুর নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। আজ বেলা ২টায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সাথে তার কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদারের নেতৃত্বে পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব সুব্রত দে শুভ্র, শহর পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রবাল সূত্রধর, সদস্য সচিব তুষার ভৌমিক প্রমুখ।

এসময় জেলা প্রশাসক পূজা উদযাপন বিষয়ে নানা দিকনির্দেশনা দেন। পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার পূজাকালীন নিরাপত্তা এবং পূজা মণ্ডপে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে জেলা প্রশাসকের সহায়তা চান।