ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ছনবাড়ি ব্রিজ এর নিচে মোটরসাইকেল দুর্ঘটনায় মা ও ছেলে আহত


৪ অক্টোবর ২০২৪ ২১:১৭

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:২৯

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছনবাড়ীতে ৪ অক্টোবর শুক্রবার সকাল সারে ৯ টার দিকে ঢাকা মুখি মাল বোঝাই একটি পিকাপ গাড়ি বামপাশের চাকার হাওয়া কমে গেছে কিনা তাহা দেখার জন্য ছনবাড়ি ব্রিজ পার হওয়ার পরে রাস্তার বাম পাশে গতি কমিয়ে দেয়।
পিছনে পিছনে আসা দ্রুতগতির ০১টি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়ির পিছনে স্বজোরে ধাক্কা মারে।
ফলে মোটরসাইকেলের ড্রাইভার এবং আরোহী ২ জনেই রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
আহতরা হলেন, সাহিদা বেগম (৫০),আবু বক্কর সিদ্দিক (২৮) তারা ২ জনেই মা ও ছেলে। তাদের বাড়ি জাজিরা, শরীয়তপুর।

শ্রীনগর উপজেলা ফায়ার স্টেশন অফিসার মোঃ দেওয়ান আজাদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আহত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্হল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে  ।