ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রমে শেরপুর জেলা বৈষম্যের শিকার বলে অভিযোগ


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৪ ১৫:৫৯

বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রমে শেরপুর জেলা বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ। বন্যার্তদের পাশে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও ধনাঢ্য ব্যক্তিবর্গকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ ও যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত দু’দিনে বন্যায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে তিনজনের। এখন পর্যন্ত সরকারি বেসরকারি পর্যায়ে মানুষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে লক্ষণীয় কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা উন্নয়নে উপেক্ষিত আবার বন্যা দুর্গতদের সহযোগিতা প্রদানেও বৈষম্যের শিকার হচ্ছি।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত দু’দিন যাবত শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। প্রায় তিন লক্ষ নাগরিক চরম অমানবিকতার মধ্যে দিন যাপন করছে। মানবেতর জীবন যাপন করছেন বন্যায় প্লাবিত অসহায় মানুষ। ফসল আবাদের এবং গবাদি পশু বিলীন হয়ে গেছে বন্যায়। পর্যাপ্ত নৌকা এবং খাদ্য সামগ্রী না থাকায় আটকে পড়ে আছে হাজারো মানুষ।

সরকারি সহায়তা সামান্য কিছু থাকলেও বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ সরকারের ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে সহযোগিতার পাশাপাশি সেনা, নৌ এবং বিভিন্ন বাহিনীকে যুক্ত করার অনুরোধ করেন।