ঢাকা বুধবার, ৬ই নভেম্বর ২০২৪, ২২শে কার্তিক ১৪৩১


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


২৮ অক্টোবর ২০২৪ ২২:৫২

আপডেট:
৬ নভেম্বর ২০২৪ ০২:০৬

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেরপুর সদর উপজেলা বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ২৮ অক্টোবর সোমবার দুপুর ১টায় সদর উপজেলা চান্দের নগর নয়া পাড়া এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, আরো উপস্থিত ছিলেন সিঃ সহ সভাপতি জিতেন্দ্র মজুমদার , সহ সভাপতি মীর কাশেম , যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মোল্লা ও শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ জানান গত ৩ অক্টোবর রাতের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢালের বন্যা সৃষ্টি হয় উপজেলা ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। বন্যার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খাদ্যসামগ্রী বিতরণ করলেন তারা