ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


শেরপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর


প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪ ২৩:০০

 

শেরপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) এবং মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)। স্থানীয় কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন বিকেলে খেলতে যায়। পরে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার পর অভিভাবকরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে খেলতে এসে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তারা মারা যায়।

শেরপুর সদর থানার এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা বলে মোবাইলে ফোন করে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোন অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।