ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ডুমুরিয়ায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মাছ ব্যবসায়ীদের মানববন্ধন


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৪ ২০:৪৩

খুলনার ডুমুরিয়ায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পাইকারী মাছ ব্যবসায়ীরা।

সোমবার সকালে আঠারো মাইল বাসস্ট্যান্ডে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার মাছ ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। এসময়ে মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ এবং নির্বিঘ্নে ব্যবসা করা নিশ্চয়তার দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল মালেক, রফিকুল ইসলাম, সম রোকনুজ্জামান মন্টু, সরদার আনিচুর রহমান, মোঃ ইয়াহিয়া, ইকবাল হোসেন, আব্দুর রহমান, সরদার নাজমুল ইসলাম প্রমুখ।