ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে মাদক ধ্বংসের চুল্লী উদ্বোধন


১ ডিসেম্বর ২০২৪ ২২:১৪

আপডেট:
৫ মে ২০২৫ ১৯:৩৭

শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উদ্যোগে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে শেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জব্দকৃত মাদকদ্রব্য ধংস করার জন্য একটি মাদক ধংস করন চুল্লী ১ ডিসেম্বর২০২৪ রবিবার উদ্বোধন করেন শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।

এ কাজে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃসুলতান মাহমুদ, বাস্তবায়নে ছিলেন, সহকারি পরিচালক,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর শেরপুর ফয়সাল মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারকগন। তাছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর শেরপুর এর অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় নালিতাবাড়ী থানার এস আই আব্দুল ওয়াহাব ও এস আই আবু তালেব মাদকদ্রব্য নিয়ন্ত্রন পৃথক তিনটি মামলার জব্দকৃত ৮৩৯ বোতল বিদেশি মদ ধ্বংস করেন।