মাগুরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, সেইসাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (চাঁদের হাট) এ দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ শামিম কবির, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত জেল প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।