খানপুর ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অবসরজনিত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা
৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের খানপুর ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অবসরজনিত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানের বক্তব্য রাখেন হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুল আহাদ। এ, কে, এম, মোজাম্মেল হক,সহঃ অধ্যাপক।মোঃ নাজমুল হুদা, সহঃ অধ্যাপক। হযরত আলহাজ্ব মাওলানা আফসার উদ্দিন, আলহাজ্ব ডাক্তার ওয়াজেদ আলী। মাওলানা ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার, ডাক্তার মো: মাহবুবুর রহমান (রনি)।
সংবর্ধিত শিক্ষক কর্মচারীবৃন্দ হলো এ, কে, এম, শামছুদ্দোহা (বাংলা প্রভাষক) অবসরকাল: ৮/২/২০১৬। মোঃ মুজিবর রহমান (সহকারী শিক্ষক ইংরেজি) অবসরকালঃ ৭/২/২০১৮। মোঃ নূর হোসেন (সহকারী শিক্ষক) অবসরকাল: ১০/৫/২০১৮। আবুল কালাম মোঃ কামরুজ্জামান আজিজী (সহকারী মৌলভী), অবসরকাল: ২৮/২/২০২৩। মোহাম্মদ আলী (কর্মচারী) অবসরকাল: ৩০/১১/২০২৩। এ, কে, এম, মোজাম্মেল হক (সহযোগী অধ্যাপক, আরবি), অবসরকাল: ৩০/১১/২০২৪।
এ সময় এই মাত্র মাদ্রাসা সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন সহঃ শিঃ। মোঃ আরিফ বিল্লাহ, সহঃ মৌলভী। মোঃ আব্দুর রাজ্জাক, সহঃ মৌলভী। মোঃ রবিউল ইসলাম, সহঃ শিঃ। মোঃ দেলওয়ার হোসেন, ইবঃ প্রধান। মোঃ গোলাম মোস্তফা, জুনিঃ মৌঃ। মোঃ আব্দুল হক, ইবঃ ক্বারি। মোঃ মোসলেম আলী, অফিস সহঃ। মোঃ নাসির উদ্দীন, পিয়ন। মোঃ মশিউর রহমান, সহঃ অধ্যাপক। মোঃ অহিদুজ্জামান, সহঃ অধ্যাপক,মোঃ আব্দুল মজিদ, সহঃ শিঃ কম্পিঃ মোঃ হাসানুজ্জামান,বি,পি,এড, শিঃ। মোঃ মোস্তফা আল-মাহমুদ, সহঃ শিঃ কৃষি। হুমায়রা, প্রভাষক আরবি। মোঃ আল-আমিন, প্রভাষক ইংরেজী। মমতাজ পারভীন, প্রভাষক বাংলা মারুফা আফরিন, ইবঃ জুঃ শিঃ। ফারহানা নার্গিস সহঃ শিঃ সমাজ। মঞ্জুয়ারা খাতুন, সহঃ শিঃ বাংলা।রাবেয়া বসরী, ইবঃ মৌঃ। মোঃ আল-আমিন, সহঃ মৌলভী। এ সময় অত্র মাদ্রাসা সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল কাশেম বিশিষ্ট ব্যবসায়ী। মোহাম্মদ আনিসুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী। নুর মোহাম্মদ, সাবেক মেম্বার। মো: আল-আমিন, আবু তালেব, আলহাজ্ব নুরুল ইসলাম, সাবেক মেম্বার। শাহাদাত হোসাইন, ওমর ফারুক, মো: আইয়ুব হোসেন, মোঃ মোসলেম হোসেন, নুর ইসলাম, মোঃ সাইফুজ্জামান, মোঃ আব্দুল হক, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।