পিরোজপুরের নেছারাবাদে ’সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশন’এর উদ্যোগে ১৫০০ কম্বল বিতরণ

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় সুন্দরবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মিয়ারহাট নুরজাহান হাবিব ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন মাঠে দেড় সহস্রাধিক (১৫০০) শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের প্রতি শুভেচ্ছা বক্তব্য প্রদান করে শীতবস্ত্র বিতরন করেন এসোসিয়েশননের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন- সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ জাহিদ উদ্দিন, এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ শহীদুল্লাহ, মোঃ বারেক মিয়া, এসোসিয়েশনের সদস্য মোঃ আতিকুল ইসলাম লিটু, রফিকুল ইসলাম দুলাল, আসাদুজ্জামান হাকিম, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক - মোঃ সোহেল রানা মৃধা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইমরান হোসেন সজীব সহ সুশীল সমাজের অন্যান্য নেতৃবৃন্দরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক - মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন- "সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশন" অত্র অঞ্চল থেকে সুন্দরবনে কর্মরত ব্যবসায়িদের কল্যানের জন্য এই সংগঠন গড়ে উঠেছিল। এখন তাদের অনেকে বেঁচে নেই। বর্তমানে সুন্দরবনের ব্যবসা কারো নেই। তবে এই প্রানের সংগঠন এখনো আছে। মেধাবী ও গরীব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সাহায্য সহযোগীতা সহ প্রতিবছর শীতে দুস্থদের মধ্যে কম্বল বিতরন করে থাকে "সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশন"। সর্বদা অসহায় মানুষের জন্য কাজ করে "সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশন"। তাই এই ঐতিহ্যবাহী উন্নয়ন ও কল্যানমূখী সংগঠনের পাশে থেকে এসোসিয়েশনের সর্বাঙ্গীন মঙ্গল ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সুন্দরবন এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সুটিয়াকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদ উদ্দিন বলেন- মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। দীর্ঘদিন ধরে সকলকে নিয়ে এই সংগঠন পথ চলছে। অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তিলগ্নে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে। আল্লাহ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, সকলের একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের কষ্ট লাগবে সহযোগিতা করুন।