ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঝিনাইগাতীতে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


৮ জানুয়ারী ২০২৫ ২১:৪৬

আপডেট:
৮ জানুয়ারী ২০২৫ ২২:০৮

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কনকনে শীতে দুঃস্থ-অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টায় ঝিনাইগাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী এপেক্সিয়ান মো: আলমগীর হোসাইন এর আয়োজনে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কবিরাজ পাড়া এলাকায় ৩০ জন দুঃস্থ অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডের মেম্বার হযরত আলী, সাবেক মেম্বার আবুল কাশেম সহ আরো অনেকে।

শীতের মধ্যে কম্বল পেয়ে খুশি দুঃস্থ অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্তরা।