ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি


১২ জানুয়ারী ২০২৫ ১৩:০২

আপডেট:
৫ মে ২০২৫ ১০:১৬

 

রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‌্যালিতে নেতৃত্বে দেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হল প্রাঙ্গণে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।