ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল


১৩ জানুয়ারী ২০২৫ ২১:৫৭

আপডেট:
৫ মে ২০২৫ ১০:১৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৩ জানুয়ারী সোমবার বিকেলে শেরপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সাবেক আহবায়ক হজরত আলীর অনুসারীরা শেরপুর পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে থানামোড়ে এসে মিছিলটি শেষ হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে দির্ঘ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা শ্লোগান দেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচন কমিশন সংস্কার চাই, আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই- ইত্যাদি শ্লোগানে মুখরিত করে মিছিলে আসা বিএনপির নেতাকর্মীরা।

পরে স্থানীয় থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা যুবদলের সাধারন সস্পাদক আতাহারুল ইসলাম আতাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।