ঢাকা বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১


নকলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ


১৪ জানুয়ারী ২০২৫ ১৯:৫৩

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৬

জনগণের আশা-আকাঙ্খা পূরণের লক্ষে গত বছরের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দাবি উত্থাপন করা হয়। দাবী সমূহ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশব্যাপি লিফলেট বিতরণ করছেন।

এর অংশ হিসেবে শেরপুরের নকলায় বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন জেলা ও উপজেলা জিয়া মঞ্চের নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় জিয়া মঞ্চের নির্দেশে মঙ্গলবার বিকেলে জেলা জিয়া মঞ্চের নেতৃত্বে নকলা শহরের জনবহুল বিভিন্ন জায়গায় সব পেশাশ্রেণি জনগনের মাঝে এসব লিফলেট বিতরণের পাশাপাশি গণসংযোগ করা হয়।

এসময় জেলা জিয়া মঞ্চের সভাপতি মো. আসাদ খান ও সাধারণ সম্পাদক তাজমুল ইসলাম তাজ, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি সায়েদুল ইসলাম, সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়াসহ জেলা ও উপজেলা জিয়া মঞ্চের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।