ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ঝিনাইগাতীতে ৬ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১


৩০ জানুয়ারী ২০২৫ ১৩:৪৯

আপডেট:
৫ মে ২০২৫ ০৪:১৩

শেরপুরের ঝিনাইগাতীতে ৬ বোতল ভারতীয় মদসহ সোহাগ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ ভালুকা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, সোহাগ ভালুকায় ভারতীয় মদ পাঁচার করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে থানা এস আই শফিকের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সোহাগের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৬ বোতল ভারতীয় মদসহ সোহাগকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহাগকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে তিনি বলেন মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।