শেরপুর প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ ও ব্লেজার বিতরণ

“পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ ফেব্রুয়ারি শনিবার শেরপুর প্রেসক্লাবের একাংশের আনন্দ ভ্রমণ ও ক্লাবের কর্মকর্তা এবং সদস্যদের মাঝে প্রেসক্লাব লোগো খচিত ব্লেজার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে শেরপুর প্রেসক্লাব কর্মকর্তা ও সদস্যগণ মোটর সাইকেল বহর নিয়ে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার পর্যটন কেন্দ্র নয়ানাভিরাম গজনী অবকাশ কেন্দ্রের গারো মা ভিলেজ স্পটে সমেবেত হয়। এসময় শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি এস.এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সম্মানিত কার্যকরি সদস্য জিএইচ হান্নান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, দপ্তর সম্পাদক, ছামিউল আলম সোহান, সদ্য নিয়োগপ্রাপ্ত এনটিভি শেরপুর ডিজিটাল অনলাইন জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনি, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় শেরপুর প্রেসক্লাবের একাংশের কার্যকরি পরিষদের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।