ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


কুড়িগ্রাম জেলার রৌমারীতে ১টি ভারতীয় ষাঁড় গরু আটক করেছে বিজিবি


১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৩

আপডেট:
৫ মে ২০২৫ ০২:১৩

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাতে ১টি ভারতীয় গরুসহ ১ জন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। জামালপুর ব্যাটালিয়ন (৩৫) বিজিবি এর অধিনস্ত দাঁতভাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫৪ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেতার চর নামক স্থানে এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবা গত রাতে নায়েক মোঃ ফরিদ মিয়া এর নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট টহল দল ভারত থেকে চোরাকারবারিরা গরু নিয়ে আসার সময় বিজিবি টহল দল কর্তৃক ধাওয়া করা হলে চোরাকারবারি দৌড়ে অনেককে পালিয়ে গেলেও ভারতীয় গরুসহ ১ জন আটকে করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন রৌমারী উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতার চরের বাসিন্দা। পিতা আফতার হোসেনের ছেলে ফরহাদ হোসেন সাদ্দাম (৩৫)। ভারতীয় ষাড় গরুটির সিজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। ভারতীয় ষাড়টি সিজার মূল্য প্রস্তুত হয়েছে। কাস্টমস, এ্যাক্সইজ ও ভ্যাট সার্কেল, রৌমারী উপজেলা, জমা করা হবে। আটককৃত ব্যাক্তিকে রৌমারী থানায় পাঠানো হবে। নায়েব সুবেদার অলিউর রহমান জানিয়েছে ।

নায়েব সুবেদার অলিউর রহমান বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন থানার কাজ সম্পন্ন করার পর ভারতীয় চোরাকারবারী ব্যাক্তিকে চোরাকারবী আইনে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।