ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নেছারাবাদে প্রেমিকের বাড়ির পাশের গাছে প্রেমিকার ঝুলন্ত লাশ


২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৯

আপডেট:
২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২০

রবিবার (২ ফেব্রুয়ারি) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের আব্দুল হালিম হাওলাদারের বাড়ির পাশের আমড়া গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মীম আক্তার নামের ১৮ বছর বয়সী পার্শ্ববর্তী এলাকার এক গৃহবধূ তরুনীর লাশ উদ্ধার করা হয়েছে।

কথিত প্রেমিক নুরুল আমিন সকালে গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে নেছারাবাদ উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে থাকা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কথিত প্রেমিক নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। মীম আক্তার উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের মৃত মাসুম মিয়ার মেয়ে আর অভিযুক্ত প্রেমিক নুরুল আমিন পার্শ্ববর্তী ইউনিয়ন সোহাগদল গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।

এ ঘটনায় মীম আক্তারের মা নার্গিস আক্তারের অভিযোগ, তার মেয়েকে প্রেমিক নুরুল আমিন হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছেন।

মেয়ের নানী বৃদ্ধা ফরিদা বেগম দৈনিক আমাদের দিনকে জানান, তার নাতী মীমের তিন বছর পূর্বে বিবাহ হয়েছে, সেই সংসারে তার ২ বছরের একটি বাচ্চা রয়েছে। মীমকে তার স্বামী প্রায়ই বিভিন্ন কারনে বকাবকি ও মারধর করতো। এ কারনে মীম তার স্বামীর সাথে রাগারাগি করে আমাদের বাড়িতে চলে আসে। পাশের ইউনিয়ন সোহাগদলের নুরুল আমিন নামের এক যুবক তাকে ভালবাসতো/ তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। এক পর্যায়ে নুরুল আমিন মীমকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার ছাড়াতে সহায়তা করেছে। এখন সে মীমকে বিবাহ করতে রাজি হচ্ছিল না। পরে বিয়ের দাবীতে মীম সোহাগদল গ্রামের নুরুল আমিনের বাড়িতে যায়। তারা তাকে অত্যাচার করে মিথ্যা নাটক সাজিয়ে মেরে ফেলেছে এবং গাছে রশি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার দোহাই দিচ্ছে। একই অভিযোগ মীমের মা নার্গিস আক্তারেরও।

তিনি বলেন, গত শনিবার মীম ঐ ছেলের বাড়িতে গেলে রবিবার সকালে জানতে পারি মীম নাকি আত্মহত্যা করেছে। তিনি বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলা হয়েছে।

এ ব্যাপারে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিন দৈনিক আমাদের দিনকে জানান, মীম নামের তরুনীর লাশ নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে। জানতে পেরেছি বিষয়টি প্রেমঘটিত। প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নুরুল আমিন নামে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুরের মর্গে পাঠানো হচ্ছে। তবে এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে সঠিক তদন্তের ভিত্তিতে এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।