ঝিনাইগাতী সার বিক্রিতে নীতিমালা ভঙ্গের দায়ে দুই সার ব্যবসায়ীকে অর্থ দণ্ড

শেরপুরের ঝিনাইগাতীতে সার বিক্রিতে নীতিমালা ভঙ্গের দায়ে দুই সার ব্যাবসায়ীকে ৮হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৪জানুয়ারি) রাতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
দণ্ডিত সার ব্যবসায়ীরা হলেন, কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা ও এ্যাপোলোসোহেল ট্রেডার্সের মালিক আব্দুল হাই।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৫৩) ধারা মোতাবেক মেসার্স সোহেল ট্রেডার্সে বিক্রয় রেজিস্টার না থাকার অপরাধে ৩ হাজার টাকা ও কৃষি বিতানকে বিক্রয় রেজিস্টার ও বিক্রয় ম্যামুতে ক্রেতার স্বাক্ষর না থাকার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা কৃষি কর্মকর্তা মো,ফরহাদ হোসেন,থানা পুলিশসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী মেজিষ্ট্রেট অনিন্দা রানী ভৌমিক জানান, যেহেতু সারের জন্য এই সময়টা গুরুত্বপুন্য সময় সেহেতু সার বিক্রেতারা সকল বিধি পালন করে সার বিক্রি করলে যেমন উপকৃত হবে কৃষক, অপরদিকে সার পাঁচার রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।