নেছারাবাদের সারেংকাঠিতে আয়োজিত হলো "ওপেন হাউজ ডে"

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের পাটিকেলবাড়ী (করফা বাজার) পুলিশ ফাঁড়ির বালুর মাঠে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে "ওপেন হাউজ ডে" আয়োজিত হয়েছে ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শেখ মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিনের সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন স্বরুপকাঠি প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক- আতিকুল ইসলাম লিটু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম টুটুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছির উদ্দীন ফকির, উপজেলা সেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক তপু রায়হান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আমীর আবুল কালাম আজাদ সহ এলাকার সুশীল ব্যাক্তিবর্গ ও সাধারণ নাগরিক সমাজ।
প্রধান অতিথি পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জনসাধারণের প্রশ্নের উত্তরে বলেন, পিরোজপুর জেলার সকল এলাকার আইনশৃঙ্খলার মান উন্নয়নে আমরা বদ্ধপরিকর। তিনি জনসাধারণের ভোগান্তি ও সকল সামাজিক বিশৃঙ্খলা ও অবক্ষয় নিরোধে তার কাছে সাধারণ জনগনের সরাসরি অভিযোগ প্রদানের সুবিধার্থে সকল জনগনের উদ্দেশ্যে জেলা পুলিশ সুপার ও নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নাম্বার প্রদান করেন।
তিনি অঙ্গীকার করেন যতোদিন এই জেলায় তিনি আছেন ততোদিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সঠিক প্রয়োগ ও সাধারণ জনগনের সকল সমস্যার সমাধানকল্পে পুলিশ প্রশাসন সবসময় পাশে থাকবে এবং তিনি সকল সমস্যার তাত্ক্ষণিক ব্যাবস্থার আশ্বাস প্রদান করেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং সহ জনসাধারনের সহায়তায় সকল অপরাধের বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জরুরি প্রয়োজনে যোগাযোগঃ পুলিশ সুপারঃ- খান মোহাম্মদ আবু নাসের- ০১৩২০১৫৩১০০ এবং নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিনঃ- ০১৩২০১৫৩৩০৬