২৫ ফেব্রুয়ারী নাসিরনগর দাঁত মন্ডলের মাহফিল

মাহবুবে গাউছুল আজম,ওলিয়ে কামেল, হযরত সৈয়দ মিরান শাহ তাতারী (রঃ) এর সুযোগ্য খলিফা সাহেবে কাশফ কারামত,হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা শাহ সুফি ক্বারী আব্দুল আজিজ আল ক্বাদেরী নাগমুদি (রঃ) ও উনার ছোট সাহেবজাদা তাবিবুল ক্বলব,মুশিদে বরহক সাহেবজাদা হযরতুল আল্লামা মাওলানা ফকির মোঃ আবু সাঈদ আলক্বাদেরী( রঃ) এর উফাত উপলক্ষে ৬৮তম বার্ষিক আজিমুশ্বান পবিত্র ওরশ দমাহফিল দাঁত মন্ডল গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আগামী ১২ই ফাল্গুন ২৫শে ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার অনুষ্টিত হতে যাচ্ছে।
উক্ত ওরশ মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগন ওয়াজ ফরমাইবেন। প্রতি বছরের ন্যায় এবার ও লক্ষাধিক লোকের সমাগমের সম্ভাবনা রয়েছে। দরবার শরীফের পীর সাহেব গণের পক্ষ থেকে মাহফিলে আসার জন্য সকলকে দাওয়াত করা হয়েছে।