ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


বেগমগঞ্জে জয়নুল আবদিন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৭

গ্লোব গ্রুপ অব কোম্পানি পরিচালিত জয়নাল আবেদিন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে পালন করা হয়।

শনিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকা থেকে বিকাল পযন্ত জয়নুল আবেদিন মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠাটি পালন করা হয়।

কাজী সামছুল আলমের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ জহিরুল ইসলাম জহির, মোঃ জাহাঙ্গীর আলম, এজিএম গ্লোব গ্রুপ অব কোম্পানি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান, ও উপজেলা নির্বাহী অফিসার।