ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বেলকুচিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপ টেস্ট, ডায়াবেটিস পরিক্ষা ও ব্লাড ডোনেশন কার্যক্রম অনুষ্ঠিত


৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭

আপডেট:
৪ মে ২০২৫ ২৩:৪৩

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভার দ্বাড়িয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুম ইঞ্জিনিয়ার সোহরাব আলী ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টায় দ্বাড়িয়াপুর পিপিলিকা যুবসংঘ, যুব সমাজ কল্যাণ সংগঠন ও বয়ড়াবাড়ী গ্রামবাসীর সহযোগিতায় ফ্রিতে সেবা প্রদান করেন ডাঃ মুহাম্মদ আলীআফতাব এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য), ডাঃ মোঃ কামরুল হাসান এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), প্রসূতি রোগ অভিজ্ঞ ডাঃ সুমাইয়া জামান, এমবিবিএস সিএমইউ (আল্ট্র), ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ মারুফ তালুকদার সহ ১২ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন দ্বাড়িয়াপুর বয়রাবাড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ছানোয়ার হোসেন।

সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে ১৫ টি স্টলে ফ্রিতে ৭০০ শতাধিক রোগীর সেবা প্রদান করা হয়, ফ্রীতে সেবা পেতে বেলকুচি উপজেলা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রকার রোগি উপস্থিত হয়। তাদের ফ্রীতে সেবা দিয়ে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়, সেই সাথে তাদের ফ্রিতে ব্লাড গ্রুপ, ডায়াবেটিস টেস্ট ও ফ্রি ব্লাড ডোনেশন সহ বিভিন্ন প্রকার সেবা প্রদান করা হয়। ফ্রি ক্যাম্পে উপস্থিত হয়ে ২৯ জন ব্লাড ডোনেশনে ব্লাড প্রদান করেন।