সিরাজগঞ্জে প্রতিপক্ষের ছোট ভাইকে মারপিট করে টাকা লুটের ঘটনা ঘটেছে

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিহরিপুর ইউনিয়ন পাইকপাড়ায় ইউনিয়ন কাউন্সিল কে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর ছোট ভাইকে মারপিট এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত ৯-২-২০২৫ ইং রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের আতিক হাসান কে মারপিট করে ১.৮৯০০০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সংবাদ কর্মীকে বলেন: আমি মোঃ মনিরুল ইসলাম মমিন (৩২) পিতা : মোঃ চান্দু শেখ (৬০)গত ২০১৮ সালে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ৬ নং ওয়ার্ডে সিনিয়র সভাপতি হিসেবে জয়লাভ করি।
২০২৫ সালে আবারো ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ডের কাউন্সিল পদে সভাপতি প্রার্থী ছিলাম। আমি সভাপতি পরাজয় লাভ করি।
এমন অবস্থায় আমি প্রতিপক্ষ প্রার্থী দাঁড়ানোর কে কেন্দ্র করে শত্রুতা শুরু করে । আমি ক্ষুদ্র একজন সাধারণ ব্যবসায়ী । গত ০৯-০২- ২০২৫ ইং সন্ধ্যা ৭:৩০ মিনিটে আমার ছোট ভাই মোঃ আতিক হাসান (১৬) আমার দোকানের ক্যাশ নিয়ে বাড়িতে যাওয়ার পথে পাইকপাড়া বিসিক গেট গেইটের ২০০ ফিট উত্তরে নুর ইসলামের দোকানের সামনে আমার ছোট ভাইকে ইয়েলো পাথরে ভাবে মারপিট করে এবং আমার ছোট ভাইয়ের হাতে থাকা ব্যাগে ১,৮৯০০০ হাজার ছিনিয়ে নিয়ে যায়। তারা হলো ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোখলেস মন্ডল (৩৮) পিতা-মৃত মকবুল হোসেন মন্ডল। নুর ইসলাম মন্ডল (৪৩) পিতা মৃত মকবুল হোসেন মন্ডল।
সাব্বির হোসেন মন্ডল (২২)পিতা: নুর ইসলাম মন্ডল। এলাকার আশেপাশে লোকজন এগিয়ে আসলে তাদের কে ভয়ভীতি দেখিয়ে তারা ওখান থেকে চলে যায়। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করি সুস্থ তদন্তের মাধ্যমে আমার ছোট ভাইয়ের উপরে হামলা ও আমার ব্যবসার টাকা লুট করে নিয়ে গিয়ে যাওয়া ফেরত ও সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে মোকলেসের মোবাইল নাম্বারে কন্টাক করতে চাইলে তার ফোনটা বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নাই।