ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কর্তৃক তালা উপজেলার সুজনসাহা বাজার পরিদর্শন


১২ মার্চ ২০২৫ ২৩:৪০

আপডেট:
৪ মে ২০২৫ ১৩:৪৫

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম আজ ১২মার্চ বুধবার বিকাল ৩টায় তালার সুজনসাহা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রনি স্টোর (কৃষি কীটনাশক ও সার সাব ডিলার)কে জরিমানা করে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, ক্যাব সদস্য মোঃ হাসানুজ্জামান ও সাতক্ষীরা জেলা পুলিশের একটি ফোর্সের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন'০৯ বাস্তবায়নে বাজার উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার মেহেদী হাসান।

পরিদর্শনকালে সিনজেন্টা কোম্পানির নকল কীটনাশক ও সরকারি নির্ধারিত মূল্যে অধিক দামে সার বিক্রয়ের অভিযোগে মেসার্স রনি স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারা লংঘনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া উপস্থিত বাজার কমিটির সাধারণ সম্পাদক, অন্যান্য ব্যবসায়ী ও সাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারাভিযান করা হয়।