বেলকুচি উপজেলা দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে ১৩ ই মার্চ রোজ বৃহস্পতিবার বেলকুচি উপজেলা ভূমি অফিস সংলগ্ন দলিল লেখক কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দলিল লেখক সমিতির সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন পরিচালনা করা হয়। উক্ত নির্বাচনে উপদেষ্টা মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা নাইবি আমির ও বেলকুচি উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আলী আলম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক জনাব আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য জনাব গোলাম আযম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জামায়াতী ইসলামী বাংলাদেশ বেলকুচি উপজেলা শাখার আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা জামায়াতী ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামীম হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক জনাব কেরামত আলী তালুকদার সাবেক বেলকুচি পৌরসভা বিএনপি'র সংগ্রামী আহ্বায়ক হাজী আলতাব হোসেন প্রামান, সাবেক বেলকুচি পৌরসভা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও প্রশাসনিক নিরাপত্তায় সকাল ১০ ঘটিকার সময় ভোট গ্রহণ শুরু হয়। প্রায় এক ঘন্টা ৩০ মিনিটের মতো ভোট গ্রহণ চলে, ৬৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোট প্রদান করেন। সভাপতি :মোহাম্মদ মতিউর রহমান লাভলু ৩৬ ভোট, সাধারণ সম্পাদক : মোহাম্মদ মনসুর রহমান ৩৪ ভোট, ক্রষাধ্যক্ষ: মোঃ শহিদুল মল্লিক ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
পরে প্রধান উপদেষ্টার বক্তব্যে জনাব হাজী জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক,এজন্য মন খারাপ করার কোন কারণ নেই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী তিন বছর সকলে মিলে সম্প্রীতির সহিত কর্মকাণ্ড পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করেন।