ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল


প্রকাশিত:
২২ মার্চ ২০২৫ ১২:৫২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বাধীনতা কামিনী নিরপরাধ অসহায় মানুষের উপর দখলদার ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

বাদ জুমা নাগেশ্বরী বাসস্ট্যান্ড মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুর এসে কলেজ মোড় সিরাজ সপিং মলের মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে 'ফ্রি ফ্রি ফিলিস্তিন' 'দুনিয়ার মজলুম এক হও লড়াই করো' বদরের হাতিয়ার, ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিনসহ তারা নানা স্লোগান দিতে থাকেন।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি সহ স্থানীয় আলেম ওলামাগন।

বক্তারা অবৈধ দখলদার ইসরায়েল বিমান হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি জোর দাবি জানান।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।