ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


নকলায় চানাচুর নিয়ে বাড়ি ফেরা হলোনা শিশু আমেনার


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫ ১৭:৫৯

শেরপুরের নকলায় অটোরিক্সার চাপায় আমেনা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দিকে উপজেলার ৩নং উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু হাসনখিলা গ্রামের আজমল হকের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আমেনা খাতুন বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে নিয়ে বাড়ি ফিরার পথে রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত দ্রুতগামী অটোরিক্সা চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আমেনা খাতুনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।