‘ভিউ ব্যবসা’র জন্য শিশু নির্যাতন, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন

‘ভিউ ব্যবসা’ বা অনলাইনে টাকা আয়ের জন্য শিশু সন্তানদের ক্যামেরার সামনে এনে নির্যাতন চালানোর অভিযোগে ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমীন শিলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছে শিশু অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ‘একাই একশো’।
গত রোববার (০৬ এপ্রিল) এই স্মারকলিপি জমা দেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত কিশোর সাদাত রহমানসহ অন্যরা।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়েছে।
শিশু সন্তানকে নির্যাতনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে শারমীন শিলার কাছে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে সাভারের ইউএনও মো. আবু বকর সরকার গণমাধ্যমকে বলেছেন, ওই নারী চিঠির সদুত্তর দিতে না পারলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও কন্টেন্টে নানান অদ্ভূত রকমের কাণ্ডকারখানার মাধ্যমে মেকাপ করায় অনেক আগে থেকে থেকেই আলোচিত সমালোচিত এই শারমীন শিলা। গায়ের রং ফরসা করার ক্রিম বিক্রি করেন বলে ফেসবুকে ‘ক্রিম আপা’ বা ‘কিরিম আপা’ নামে পরিচিতি পেয়েছেন।
তার কন্টেন্টগুলোতে দেখা যায়, তিনি কখনো কড়া রাসায়নিকে মেয়ের চুল রং করে দিচ্ছেন। কখনো মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন। কান ফুটো করার বন্দুকের মতো যন্ত্র দিয়ে কান ফুটো করে দিচ্ছেন। ভারী কানের দুল পরিয়ে কড়া মেকআপ করা, বাজে গালি দেওয়া, মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া, মেয়ের মুখে কুলি ফেলা, ধমক দেওয়া, ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো, চড় মারাসহ নানা কাজ করতে থাকেন ক্যামেরার সামনে। টিকটক বা ফেসবুকে এসব ভিডিওতে সমালোচনার ঝড় ওঠে নিয়মিত।
শারমীন শিলার মেয়ের বয়স দেড় বছর। ক্যামেরার সামনে তিনি তার ১২ বছর বয়সী ছেলেকেও হাজির করেন।
সাভারের বাইপাইল এলাকায় ‘ক্রীম আপা বিউটি পারলার’ নামে শারমীন শিলার একটি বিউটি পারলার আছে। তিনি ভিডিওতে কীভাবে ক্রিম ব্যবহার করতে হবে, তা জানান। এর বাইরে কী রান্না করছেন, কী খাচ্ছেন—এসব নিয়ে করা বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন। তাতে দেখা যায়, শিশু মেয়েটি কখনো ভয়ে চুপ করে থাকে, কখনো হাসে আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে। ভিডিওগুলোতে শিশু মেয়েটিকে সবসময় আতঙ্কিত দেখা যায়।
‘কনটেন্ট ক্রিয়েটর’ শারমীন শিলার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়া প্রসঙ্গে বর্তমানে স্নাতকপড়ুয়া সাদাত বলেন, এই দুই শিশুর শারীরিক ও মানসিক সুস্থতায় এবার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে সাভারের ইউএনওকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে শিশু নির্যাতনের অভিযোগের ব্যাপারে শারমীন শিলার ভাষ্য, তার বিউটি পারলার আছে, হিংসায় ষড়যন্ত্র করে এ ধরনের অভিযোগ দেওয়া হচ্ছে। তিনি তার ১২ বছর বয়সী ছেলে এবং দেড় বছর বয়সী মেয়েকে অনেক ভালোবাসেন।
তিনি এ ধরনের ভিডিও আর তৈরি করবেন না বলেও জানান।
আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষাবিষয়ক পরিচালক আবদুল্লা আল মামুন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, শারমীন শিলা ক্যামেরার সামনে সন্তানের সঙ্গে দৃশ্যত যা করছেন, তাকে নির্যাতনমূলক আচরণ বলা যায়। তবে যেহেতু তিনি পরিকল্পনা করে করছেন, তাই সন্তানকে নির্যাতন করছেন সরাসরি তা বলার উপায় নেই। তবে শিশুর বিকাশে এটি সমস্যা হতে পারে।
নৈতিকতার ক্ষেত্রেও এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।