ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ডুমুরিয়ায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়েত ইসলামী ও হেফাজতে ইসলাম এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ


৮ এপ্রিল ২০২৫ ১৫:০৭

আপডেট:
৩ মে ২০২৫ ২১:৩৬

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আহূত হরতালের সমর্থনে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসাবে ৭ই এপ্রিল সোমবার বিকেলে হেফাজতে ইসলামী বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামী বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মাওলানা জাকারিয়া শেখ, মাওলানা আবুল হাসান, মাওলানা তৌফিকুর রহমান, হাফেজ আতাউল্লাহ, আব্দুল মালেক, হাফেজ অহিদুজ্জামান, মাওলানা ইলিয়াস হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, হাফেজ মোস্তাফিজুর রহমান, মাওলানা খলিলুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন জামায়েতের যুব বিভাগের অ্যাডভোকেট আলমগীর কবীর, নিরাপদ সড়ক চাই এর সভাপতি খান মহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অপরদিকে জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ‍্যেগে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্রতব‍্য দেন জামায়েতের আমির মাওঃ মুখতার হুসাইন, নায়েবে আমার মাওঃ হাবিবুর রহমান, সেক্রেটারি মাওঃ সিরাজুল ইসলাম প্রমুখ।